প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আমেরিকা প্রতিনিধি ফারজানা চৌধুরী পাপড়ী :: রমজান মাসের প্রথম রোজার দিন আজ ১৩ এপ্রিল চিলড্রেন ক্লিনিক অব মিশিগান থেকে ফাইজারের প্রথম ডোজ গ্রহন করলেন অনেক মুসলমানরা।মিশিগান ষ্টেটের খ্যাতিমান চিকিৎসক, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ হোসেন বললেন, রোজা রেখে করোনাভাইরাসের টিকা নিতে কোন সমস্যা নেই।যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী বা পাকস্থলীতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।

রমজানের সময় দিনের বেলায় মুসলমানরা খাবার ও পানি খাওয়া থেকে বিরত থাকেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শরীরের ভেতরে কিছু প্রবেশ করানো থেকে মুসলমানদের বিরত থাকা উচিত। কিন্তু ডাঃ হোসেন বললেন, টিকা যেহেতু পেশীতে দেয়া হয়, রক্তের শিরায় যায় না, এটি পুষ্টিকর কিছু নয়, সুতরাং টিকা নিলে রোজা ভঙ্গ হবে না।

আপনি যদি টিকা নেয়ার উপযুক্ত হন এবং টিকা নেয়ার আমন্ত্রণ পান, তাহলে আপনার নিজেকেই জিজ্ঞেস করতে হবে, আপনি কি টিকা নেবেন যা এর মধ্যেই কার্যকরী বলে প্রমাণিত হয়েছে, নাকি কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি নেবেন, যা আপনাকে অসুস্থ করে তুলতে পারে এবং যার ফলে হয়তো পুরো রমজানই হারাতে পারে, হয়তো হাসপাতালে ভর্তি হওয়ার দরকারও হতে পারে।

দিনের বেলায় টিকা নেয়া থেকে বিরত থাকার আসলে কোন প্রয়োজন নেই। তিনি বলেন, আমরা জানি, রমজানের সময় কোভিডের টিকা নেয়া নিয়ে অনেক মুসলমানের মধ্যে সংশয় রয়েছে। অনেকে বিশ্বাস করেন, এই সময় টিকা নিলে তাদের রোজা ভেঙ্গে যাবে, কিন্তু এটা একেবারেই তা নয়, কারণ এর মাধ্যমে আসলে শরীরে কোন খাবার প্রবেশ করছে না।

তাছাড়া পবিত্র কোরআনে বলা আছে, তোমার জীবন রক্ষা করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।একটা জীবন বাঁচানো মানে হলো পুরো মানব জগতকে বাঁচানো।সুতরাং একজন মুসলমান হিসাবে টিকা নেয়া যেমন একটা বড় দায়িত্ব তেমনি ডাক্তার হিসাবে রোগীদের সেবা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। চিলড্রেন ক্লিনিক অব মিশিগানের একজন কর্মী ফারহানা ইলোরা হোসেন বলেন, কোভিড মহামারির কারণে আমাদের কমিউনিটির ভেতর অনেক ক্ষয়ক্ষতি হতে দেখেছি। সুতরাং আমরা নিশ্চিত করতে চাই যে, এবারের রমজানে যেন কোনভাবেই মুসলমানরা ক্ষতিগ্রস্ত না হয়। দুঃখজনক ব্যাপার হলো, গত বছর আমাদের সম্প্রদায়ের অনেকের ক্ষতি হয়েছে, এবারও হচ্ছে। কিন্তু আমরা যদি টিকা গ্রহণ করতে থাকি এবং নিজেদের সুরক্ষার সব ব্যবস্থা গ্রহণ করি, আমরা এই রমজানে কিছু স্বাভাবিকতা ফিরিয়ে আনার বিষয়ে আমরা নিশ্চিত করতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here