প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: যুক্তরাজ্যে এন এইচ এস এ কর্মরত ডাঃ নজরুল ইসলাম যিনি ম্যানচেস্টারের টেমসাইড জেনারেল হাসপাতালে সাহসিকতার সাথে করোনা ভাইরাসে কোভিড 19 এ আক্রান্ত রোগিদের চিকিত্সা সেবা দিয়ে যাচ্ছিলেন।
ইতিপূর্বে ডাক্তার নজরুলের কয়েকজন সহকর্মী কোভিড 19 এ আক্রান্ত হবার পরেও উনার টেস্ট রেজাল্ট নেগেটিভ থাকায় তিনি দিন রাত রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। কিন্ত গতকাল থেকে উনার শরীরে মৃদু মাত্রার লক্ষ্মণ দেখা দেওয়ায় তিনি হোম আইসোলেশনে আছেন। যদিও সর্বশেষ টেস্ট রেজাল্ট এখনো নেগেটিভ।
যে মানুষটি শত ব্যস্ততার মাঝেও কমিউনিটির মানুষদের সচেতন করতে ইতিমধ্যে কয়েকটি অনুষ্ঠানে এসে সবাইকে সচেতন ও সাবধান থাকার পরামর্শ দিয়েছেন । আজ তিনি নিজেই হয়তো ঘাতক ভাইরাসের ছোবলে আক্রান্ত।
তিনি আজ তার ফেইসবুক স্ট্যাটাসে তার নিজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সাথে সাথে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে নিজ নিজ ঘরে অবস্থান করতে অনুরোধ করেছেন।
আসুন আমরা সবাই ডাক্তার নজরুলের জন্য দোয়া করি যাতে তিনি দ্রুত আরোগ্যলাভ করে পুনরায় পীড়িতের সেবায় আত্মনিয়োগ করতে পারেন।