ভাবনার দরজাগুলো খোলা শুধু তোমার জন্য,
ভাবছি হয়ে হন্য, যেন-তোমার ভাবনার পণ্য।
একে বেঁকে ভাবনা গুলো, করছে আমায় এলোমেলো,
কখনও ফ্যাকাসে কখনোবা জমকালো।

ভাবনার অঙ্ক কষি, কিবা রাত্রি কিবা নিশী,
সরলকোণে শুয়ে কিংবা ৯০ ডিগ্রিতে বসি।
এ মিতার মিতির চলাচল ভাগফলে না গুণ্যে,
ফলাফল কি চোখের জল মিলিয়ে শেষ শূন্যে?

ভাবনার নদীতে আমি একাকী উজান বাই,
কখনও ভাটিতে ভাসি কখনও ঢেউয়ে হারাই,
এ তরী ভিড়বে কোথায়, কোন সে পথের গায়?
মিলবো তোমার সাথে কোন সে সীমানায়?

ভাবনার আকাশ থেকে
ভাবনাগুলো নিতে নিতে
পড়েছে ভাবনার ঋণ।
তবুও ভাবছি কারন তুমি আমার ভাবনায় স্বাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here