প্রাণঘাতী করোনা ভাইরাস,
দানব নামে আজ পরিচিত।
মানুষ রুপী দানবের নৃত্য,
সমাজে দেখলাম প্রতিনিয়ত।
করোনা থেকে রেহাই পেতে,
কতজন আরাধনা করে।
মানব রুপী দানবের অত্যাচারে,
নিপীড়িতের চোখের জল পড়ে।
মা,বোনের ইজ্জত কেড়ে,
দানবেরা দেয়না শুধু রেহাই।
হত্যা করে বাহাদুরী দেখায়,
জুলুম দেখে ভীষণ কষ্ট পাই।
অনাচার,অত্যাচারে মজলুম জনতা,
কেঁদে কেঁদে হচ্ছে দিশাহারা।
জুলুম করে মানব রুপী দানবেরা,
খুশিতে হয়রে আত্মহারা।
কি আজব দুনিয়ায় করছি বাস,
শোষিতের কান্নায় বাতাস ভারী।
প্রতিবাদের ভাষা নেই তো জানা,
তাইতো করি শুধু আহাজারি।
হে আল্লাহ রহমান দয়া করো,
কবুল করো মোদের মোনাজাত।
দাও ফিরিয়ে শান্তির পৃথিবী,
বন্ধ করো সব দানবের উৎপাত।