প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির সাথে চার মাস পর ফ্লাইট চলাচল শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে বিমানের প্রথম শিডিউল ফ্লাইট আবুধাবির উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এর উড়োজাহাজ দিয়ে এই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

আবুধাবির সাথে সপ্তাহে মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ফ্লাইট  পরিচালনা করবে বিমান। এছাড়াও ঢাকা থেকে দুবাই রুটে সপ্তাহে  সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার  চার দিন ফ্লাইট পরিচালনার কথা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।

এর আগে ১৩ জুলাই বিমানের প্রথম বানিজ্যিক ফ্লাইট দুবাই বিমানবন্দরে অবতরণ করে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে। বাংলাদেশ থেকে ১৮৬ যাত্রী নিয়ে ফ্লাইটটি দুবাই পৌঁছায়।

ফ্লাইট, টিকিট ও স্বাস্থ্যবিধি নির্দেশনা সম্পর্কে আরও জানতে বিমানের টহটলাইনে ফোন করতে পারেন +৮৮ ০১৭৭৭ ৭১৫ ৬১৩-১৬ পর্যন্ত।

শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here