প্রবাস বার্তা লন্ডন প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ :: যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি ব্যক্তিত্ব,দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি এবং বিশ্বনাথ এইট ইউকের সভাপতি,বিশ্বনাথের দৌলতপুর গ্রাম নিবাসী জনাব মনির খানের গর্ভধারিনী মাতা আজ বাংলাদেশে সিলেট শহরের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
এদিকে উনার মৃত্যুতে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি তালুকদার শামসুদ্দীন উদ্দিন শামস,সহ সভাপতি এমরান খান,সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ,সহ সাধারণ সম্পাদক হাসিনুজ্জামান নুরু, ট্রেজারার কদর উদ্দিন, সহকারী ট্রেজারার জাহির আলী, সাংগঠনিক সম্পাদক দৌলত হোসেন,প্রেস এন্ড পলিসিটি সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, কার্যনির্বাহী সদস্য হাজি খলিলুর রহমান, হাজি ওয়ারিছ উদ্দিন, শামসু মিয়া, মাওলানা আব্দুস শহীদ, হানিফ আহমদ খান, শেখ মবশ্বির আলী, জিয়াউল হক জিয়া, ট্রাস্টি আবু শহীদ চৌধুরী, তৈয়বুর রহমান, মাহবুব আলী চুনু, মো:আব্দুর রউফ, হাজি নেসার আহমদ, কবির মিয়া, সিরাজুল ইসলাম হাজারী, আব্দুন নুর, সমুজ আলী, সরকুম আলী, হাজি জুনাব আলী, ইউসুফ আলী, ফারুক আলী, মসলন্দর আলী, সুফিয়ান খান, নফর আলী, হাজী আইযুব আলী, সুরুক মিয়া চৌধুরী, আনফর আলী(গিয়াস উদ্দিন), মফজ্জুল আলী(আমির আলী), তালুকদার আজাদ ইসলাম, সায়েরা বেগম তালুকদার, তালুকদার ফাহাদ ইসলাম, সুহেল আখলাকুজ্জামান, ইফতেকার আলম মুকুল, হাজি আনোয়ার হোসেন, বেলাল আহমদ, হাবিবুর রহমান জানু, সাইদুর রহমান, হাজি সোনাফর আলী, আনছার হাবিব, শাহ তাজুল ইসলাম, কাওছার আহমদ, হাজি শেখ মজম্মিল আলী, জুবের আলী আফরোজ আলী, মুহিবুর রহমান, রহিম উল্লাহ(ছাদ মিয়া), আশিক মিয়া, জয়নাল আবেদীন, আবুল হোসাইন মামুন, ইসকন্দর আলী, ইয়াছিন আলী এবং এমদাদুল হক এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনার জন্য সকলের প্রতি অনুরোধ জানান এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।