ধরনী তুমি পরিশুদ্ধ হও
দিকে দিকে যত দানবের
হুংকার আর দম্ভের গ্লানী থেকে
তুমি পরিশুদ্ধ হও।
‘মিশন একমপ্লিশ্ড’ চেচানো বারুদ সন্ত্রাসীর
রাক্ষুসে কোন মারনাস্ত্রের
নির্বাধ তান্ডবে
লুটে পড়া কংক্রীটের
শিখায় শিখায় ঝুলে থাকা রমনি বা শিশুর
শেষ স্পন্দনের ক্ষনগুলোর না বলে যেতে পারা
যন্ত্রনার অভিশাপ থেকে
তুমি পরিশুদ্ধ হও।
গাজা রামাল্লাহ কাশ্মীর আরাকান
ইউনান অথবা শ্যামদেশের
‘লকডাউনে’ থাকা কিংশুকদের
ক্রুর অবরুদ্ধতার বিরামহীন কাহিনী রোধে
তুমি পরিশুদ্ধ হও।
মসজিদের মিনারে চড়া
সাফরান রংয়ের পট্টিবাধা
উগ্র হনুমানের পৌত্তলিকতা থেকে
তুমি পরিশুদ্ধ হও।
সভ্যতার দোহাইয়ে
অসীম পাপের অপ্রাকৃতিকতা থেকে
তুমি পরিশুদ্ধ হও।

অবশেষে …
আমাকে একটি
অশন্ক নিদ্রার রাত্রি দাও
শিশিরের আদ্রতা ঝরিয়ে
একটি নন্দিত প্রভাত দাও
তোমার পুরো অবয়ব জুড়ে
কার্বনদুষন মুক্ত
একটি প্রশান্তির নিশ্বাস দাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here