স্বদেশ মোদের গ্রহ,
আমরা এক একটি তারকা ।
প্রবাসে এসে আজ মনে হয়,
তারাকা গুলি গ্রহ থেকে খসে পড়েছে ।
আর এদিক ওদিক ছোটাছুটি করে,
আপন ভূমিতে ফিরে যেতে চায়,
যেখানে পায় পরম শান্তি ।
স্বীকৃতি ও আনন্দের জোয়ার,
অবাধে বিচরণ করার স্বাধীনতা,
মনের পরিতৃপ্তি ও বাঁচার পথ ।
প্রবাস আমাদের আজ বিচ্ছিন্ন করে,
বঞ্চিত করে রেখেছে আপনজনদের
স্নেহ ভালবাসা থেকে ।
প্রিয় মাতৃভূমির অপার আনন্দ আর,
মুক্তমনে হাঁটার পথ রুদ্ধ করে,
পাখির গান, নদীর কলতান ও
সবুজ চত্বরে আর বিচরণ হয় না,
এদের শুধু অট্টালিকায় ভরা,
মন মুগ্ধ করার মত কি আছে ?
কিছুই নেই মন জুড়াবার মতো
যা আছে, সবকিছুই তো কৃত্রিম,
মানুষের তৈরি ছাড়া আর কি ।
ফুলের আমেজ নেই,
সূর্যের তাপ নেই,
জোসনা রাতের মাধুর্য নেই,
তাহলে আর কি-ই-বা আছে ?
আছে শ্বেতাঙ্গিনী সাদা মানুষ গুলো,
আমরা আমার সহ্য হয়না,
দম বন্ধ হয়ে আসে,
দিশেহারা হয়ে ফিরে যেতে চাই,
আমার আপন মাতৃকুলে ।
এ নিয়ে আমি যতই ভাবি,
কি করি তা পাই না ভেবে ।
তাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে,
আর ভাবতে পারি না ।
এখানেই শেষ নয়,
পরক্ষনেই আবার শুরু হয়,
বিষণ্ণ যাতনা দেয়,
বুঝতে কষ্ট হয় না মোর ।
মাঝে মাঝে মনে হয়,
আমরা বিফল হব ।
ফিরে যেতে পারবো না,
আবার ভাবী –
এখন শুধু কিছু অর্থ ও
সময়ের যে খুবই প্রয়োজন,
তবেই হবে এর নিরসন ।
৩১শে জানুয়ারী ১৯৯৩