প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার তাদের আবিষ্কৃত কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় বা চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে, তাদের এই টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকর প্রমাণিত। তবে এই ঘোষণায় খুশি হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বড় ছেলে ট্রাম্প জুনিয়র।

donald trump 2020 1মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তারা অভিযোগ করে বলেছেন, ফাইজার উদ্দেশ্যমূলকভাবেই নির্বাচনের পর তাদের উদ্ভাবিত ভ্যাকসিনের চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল প্রকাশ করেছে। যদিও এর স্বপক্ষে কোনো যুক্তি দিতে পারেননি বাবা-ছেলে।

অবশ্য গত অক্টোবরেই মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানিটি জানিয়েছিল, নির্বাচনের আগে তাদের আবিষ্কৃত ভ্যাকসিন পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব নয়। সেই প্রেক্ষিতেই গতকাল সোমবার তারা ফল প্রকাশ করে।

ফাইজার ও তাদের সহযোগী প্রতিষ্ঠান জার্মানির বায়োএনটেকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভ্যাকসিনটি চূড়ান্ত ধাপের গবেষণায় প্রাথমিক বিশ্লেষণে ৯০ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। এখন পর্যন্ত এটিতে মানুষের জন্য ক্ষতিকর কিছু খুঁজে পাওয়া যায়নি। চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে এর জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

fizer cv vaccine

এমন ঘোষণার পর পরই এক টুইট বার্তায় স্বভাবসুলভভাবে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এবং ডেমোক্র্যাটরা নির্বাচনের আগে গবেষণার ফল ঘোষণা করা হোক, তা চায়নি। মূলত তাদের চাপেই ফাইজার নির্বাচনের পর ফল ঘোষণা করেছে।

অপর এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে ট্রাম্প জুনিয়র বলেন, অসাধারণ এবং এটি ফাইজারের শয়তানি চাল।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার শুরুর দিকে নভেম্বরের আগেই মার্কিন জনগণের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন বাজারে আনার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি নিজের দেয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here