রয়েছেন। তবে সেই সংখ্যা ৫শ’ থেকে বড়জোর ৭-৮শ’ হবে। দূতাবাসের তরফে অনিয়মিত বাংলাদেশিদের সাধারণ ক্ষমার সুযোগ নেয়ার বিষয়ে সচেতন করতে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালানো হচ্ছে বলেও জানান পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা কাউন্সেলর মো. আনিসুজ্জামান।
এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট মতে, কুয়েতে বসবাসকারী প্রতি তিনজন অবৈধ অভিবাসীর একজন সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন। সেই সংখ্যা প্রায় ৪৭ হাজার। এরা বৈধ হয়েছেন না হয় কুয়েত ছেড়ে চলে গেছেন। কোন দেশের কত অবৈধ অভিবাসী সাধারণ ক্ষমার আওতায় বৈধ বা দণ্ড ছাড়া নিজ দেশে ফেরার সুযোগ নিয়েছেন তা প্রকাশ না করলেও কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে আবাসিক নিয়ম লঙ্ঘনকারীর তালিকায় রয়েছে পাঁচটি দেশ। তা হলো- ভারত, ফিলিপাইন, মিশর, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। কুয়েতের ফিলিপাইন দূতাবাস এরই মধ্যে জানিয়েছে সাধারণ ক্ষমার আওতায় তাদের ৪ হাজার নাগরিক দেশে ফিরছেন। প্রায় ৬ হাজার ফিলিপিনো কুয়েতে অবৈধ উপায়ে বসবাস করতেন। ওদিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়ে গেলেই শুরু হবে দমনপীড়ন। এর পরে যাদের ধরা হবে তাদের দেশে ফেরত পাঠানো হবে। কালো তালিকাভুক্ত করা হবে।