বাংলা ভাষা, মাতৃভাষা, মোদের রাষ্ট্রভাষা,
বাহান্নতে আঘাত হানে পাকিস্তানি শাসকরা ।
কেড়ে নিতে চেয়েছিলো, মোদের মাতৃভাষা ।
বাংলা ভাষা, রাষ্ট্রভাষার দাবী নিয়ে –
মিছিল করে হাজার হাজার ছাত্র জনতা ।
ঢাকার বুকে রাজধানীতে –
প্রতিবাদের ঝড় উঠে –
লাঠি, গুলি, টিয়ারগ্যাস ভয় করেনি তারা ।
মৃত্যুরে করেনি ভয়, অগ্রে ছিলো যারা,
মিছিলের উপর গুলি চালালো, ঐ বর্বর পাষাণেরা ।
প্রাণ দিল অকোতভয়, দুঃসাহসী বাঙালিরা ।
ইতিহাসের পাতায় আজও লিখা আছে –
বাংলার দামাল ছেলে রফিক, সালাম, বরকত, জব্বার ।
আজও তাদের নাম স্মরে –
প্রতিটি বাংলার ঘরে ঘরে ।
বায়ান্নর একুশে ফেব্রুয়ারি,
ঢাকার রাজপথের কালো রাস্তা –
রক্তে হয়েছিলো লাল ।
রক্ত দিয়ে লিখে ছিল,
বাংলা ভাষা, রাষ্ট্রভাষার দাবী ।
প্রাণ দিয়ে শহীদ হল –
বীর বাঙ্গালীর সন্তানেরা ।
তাদের রক্ত ছুঁয়ে শপথ নিলো –
শত মায়ের দুলালেরা ।
শপথ নিলো দৃঢ় চিত্তে –
মৃত্যুরে করিনা ভয়,
মরতে মোরা রাজি –
জীবনের এ বাজি ।
পারবিনা রুখতে কেউ
মোদের এই দাবী ।
রক্ত দিয়ে, জীবন দিয়ে,
মায়ের ভাষা, বাংলা ভাষা,
রাষ্ট্র ভাষা, পেল যে স্বীকৃতি ।
১৯৮৭ সাল