বিজয় দিবস স্মরণ করিয়ে দেয় –
একাত্তুরের স্বাধীনতা সংগ্রামে
টুস ঠাশ শব্দে কেঁপে উঠা কামান ।
বিজয় দিবস স্মরণ করিয়ে দেয় –
পুত্রহারা মায়ের আর্তনাদ,
প্রেমিকা হারা যুবকের বেদনা ।
বিজয় দিবস স্মরণ করিয়ে দেয় –
ত্রিশ লক্ষ শহীদ বাঙ্গালীর আত্মত্যাগ
দুই লক্ষ মা-বোনের ইজ্জতের কথা ।
বিজয় দিবস স্মরণ করিয়ে দেয় –
এক সাগর রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা
বীর বাঙালির আত্মত্যাগ দিয়ে এই বিজয় ।
বিজয় দিবসের ইঙ্গিত –
নতুন করে আসুক বিজয়ের চেতনা,
আমরা সবাই শপথ করি –
শহীদের স্বপ্ন যেন সফল করতে পারি ।