সারা বিশ্বে কোথাও আজ শান্তি নেই,
জাতির মধ্যে ঐক্য নেই, প্রগতি নেই ।
রাজনীতির করাল গ্রাসে নিপীড়িত, নির্যাতিত,
মানব সমাজ বনবাসে নির্বাসিত ।
প্রহসন আর ধোঁকাবাজির শিকার মোরা,
তাইতো চারিদিকে আর্তনাদের ক্রন্দন শুনি ।
শক্তিশালী বলয়গুলি নির্বিচারে হত্যা করে,
নীরব অসহায় মানবগুলিকে ।
মধ্যপ্রাচ্য ও এশিয়াকে ধ্বংস করা ষড়যন্ত্রে লিপ্ত,
পাশ্চাত্যের দেশগুলো মাথা বেঁধেছে ।
তাদের কর্তৃত্ব জাহির করতে গিয়ে,
যুদ্ধ বাঁধিয়েছে নরপশুরা, হয়ে উঠেছে ক্ষিপ্ত ।
মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে আগ্রাসনি তৎপরতা,
বিনা হুমকিতে ঝাঁপিয়ে পড়ে,
হত্যা চালিয়েছে পাষণ্ড বর্বররা,
দেশ জাতিকে ধ্বংস করার মরণ কামড় দিয়েছে ।
বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য রয়েছে জাতিসংঘ,
তাদের ইদানিংকার কার্যক্রমে বিশ্ববাসী আজ বিব্রত ।
নেতৃত্ব নিয়ে রয়েছে অনেক সংশয় ও অনিয়ম,
কোন নীতির বালাই নেই ।
ক্ষমতার অপব্যবহার ও শক্তির অপচয় ঘটছে,
নিঃসহায় জনগণের উপর অত্যাচার চলছে,
দেশ ও জাতিকে ধ্বংস করার মানষ নিয়ে,
নরপশুরা আজ কাঁধে কাঁধ মিলিয়েছে ।
যারা নির্বিচারে হত্যা করে, দেশ ও জাতিকে ধ্বংস করে,
এরা বিশ্ব শত্রু, ওরা যুদ্ধাপরাধী,
জনগনের আদালতে এদের বিচার করতে,
সারা বিশ্ব বিবেক জাগ্রত হউক ।
আমাদের আর নীরব থাকলে চলবে না,
বিশ্ব রাজনীতিতে সাড়া জাগাতে হবে,
অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে,
দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে।
১৮ই ডিসেম্বর ১৯৯৮ ইংরেজী