প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, সর্বজন শ্রদ্ধেয়, সকলের প্রিয়, সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যলয়ের ইকবাল হল শাখার (১৯৬৫-১৯৬৬ সাল) সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৯৭২ সালে ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকে এর প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক এমপি পদপ্রার্থী, কমিউনিটি নেতা অত্যন্ত শ্রদ্ধাভাজন বাক্তি আলহাজ্ব ব্যারিষ্টার মোঃ ইয়াহিয়া, গত শনিবার ২৬ শে মার্চ ২০২২ সকাল সাড়ে নয়টায় লন্ডনের রয়েল ফিল্ড হাসপাতালে ইন্তেকাল করেন ”ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন” ।


তার দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার অন্তর্গত গ্রাম বাদে ঝিগলী, থানা ছাতক । ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন পরোপকারী, সমাজসেবী, পরহেজগার ও সুন্দর মনের অধিকারী একজন মানুষ। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন সত্যি। কিন্তু তাঁর ভাল কর্মকান্ড ও অমায়িক ব্যবহারের স্মৃতি আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকার মানুষের হৃদয়ে চির অম্লান ও চিরভাস্বর হয়ে বিরাজ করবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ১ মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুণ এবং শোকসন্তপ্ত পরিবারদের ধৈর্য ধারন করার তৌফিক দান করুন- এ দোয়া করি।আমিন।
মরহুমের নামাজে জানাযা আগামীকাল সোমবার ২৮শে মার্চ ২০২২ বাদ যোহর ইষ্ট লন্ডন মসজিদে অনুষ্টিত হইবে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করার জন্য সকল মুসলমানের নিকট বিনীত অনুরোধ রইল।
9 comments