ভালোবাসা- কাকডাকা ভোরে সূর্য্যীমামার সোনালী ঝিকিমিকি রোদের কিরণ।
ভালোবাসা- গোধূলি লগ্নে আকাশে মায়াবী রঙের আভা।
ভালোবাসা- ঘুটঘুটে অন্ধকারে জোনাক পোকার মিটিমিটি আলোর ঝিলিক।
ভালোবাসা- পূর্ণিমার রাতে আকাশে গোলাকার রূপালী চাঁদ।
ভালোবাসা- প্রচ্ন্ড খরায় বিশ্রী গরম ভুলিয়ে দেয়া এক পশলা বৃষ্টি।
ভালোবাসা- কাঠফাটা রোদে হঠাৎ কোন গাছতলায় একটু জিরিয়ে নেয়া।
ভালোবাসা- প্রচন্ড তেষ্টায় বহমান নদীর এক আজলা সুশীতল জলপান।
ভালোবাসা- শীতের রাতে উষ্ণ লেপের আদর।
ভালোবাসা- মাতৃভাষা আর দেশের জন্য অকাতরে প্রাণ বিসর্জন।
ভালোবাসা- বাবা-মায়ের স্নেহচ্ছায়ায় যেনো আজীবন থাকা।
ভালোবাসা- সন্তানের অসুখ-বিসুখ কালে রাতভর সিওরে জেগে থাকা স্নেহময়ী মায়ের সেবাশুশ্রূষা।
ভালোবাসা- ভাই-বোনের ঝগড়া-ঝাটি মিটে যাওয়ার অপূর্ব মুহূর্ত।
ভালোবাসা- কালবৈশেখী ঝড়ের শেষে আম কুড়ানির সুখ।
ভালোবাসা- গ্রীষ্মকালে আম-আনারস-কাঠালের মৌ মৌ গন্ধ।
ভালোবাসা- স্কুল শেষে পাড়া-গায়ের বন্ধুদের সঙ্গে রোদ-ঝড়-বৃষ্টিতে ফুটবল খেলা।
ভালোবাসা- মসজিদে নামাজ-বন্দেগী ও মন্দিরে পূজা-অর্চনা।
ভালোবাসা- মানুষে মানুষে হৃদ্যতা ও পরমতসহিষ্ণুতা।
ভালোবাসা শহীদ মিনার আর জাতীয় স্মৃতি সৌধ।
ভালোবাসা লাল- সবুজের চেতনায় ‘টীম বাংলাদেশ’।
ভালোবাসা- পহেলা বৈশাখে মেলায় পান্তা-ইলিশ।
ভালোবাসা- বর্ষার প্রথম কদম ফুল।
ভালোবাসা- শরৎ কালে সাদা কাশবন।
ভালোবাসা- পৌষ পার্বণ ও নব্বানের পীঠা পুলি।
ভালোবাসা- বসন্তে শিমুল ফুল, কোকিলের কুহু কুহু ডাক।
ভালোবাসা- হাওড়-বিলে শাপলা-পদ্ম আর রুই-কাতলা-চিতলের ঘাই।
ভালোবাসা- লাউয়ের নরম ডগা, কুমড়োর ফুল।
ভালোবাসা-শাড়ীর আচলে মুখঢাকা গাঁয়ের লাজুক বধু।
ভালোবাসা- রাত জেগে মালজুড়া গানের আসর।
ভালোবাসা- স্বপ্নে প্রিয় বন্ধুর সাথে সারারাত জুড়ে টাঙ্গুয়ার হাওড়ে নৌকা ভ্রমণ।
ভালোবাসা- প্রেমিকার সেই মধুর চাহনী, সেই ভুবন ভুলানো হাসিমুখ।
ভালোবাসা- প্রেমিকার হাত ধরে নিরুদ্দেশ হেঁটে চলা।
ভালোবাসা- কোনদিন না দেখা কোন বন্ধুর মৃত্যু শোক না ভুলতে পারা!
ভালোবাসা- নিজের মনের এলোমেলো ভাবনাগুলো আপন ক্যানভাসে আনমনে এঁকে যাওয়া।
– ফয়জুল ইসলাম ফয়েজনূর
সাউথহল, লন্ডন
৩০/১০/২১ ইং