হে মুসলমান –
মদিনায় শুইয়া আছেন
মোদির নবী মোস্তফা
তার পাশে শুইয়া আছেন
আবু বক্কার ও ওমর ফারুক (রঃ)।
মসজিদে নববীর পাশে আছে জান্নাতুল বাকি
ওইখানে শুয়ে আছেন দশ হাজার সাহাবী
ও মুমিন মুসলমান –
তোমরা সবাই মদিনা দেখতে যাইও
নবীর রওজায় মোদের সালাম জানাইও
মসজিদে নববী দেখলে প্রাণ জুড়ায়,
কি সৌকর্য কারুকার্য
ভাবতেই অবাক লাগে
হে মুমিন মুসলমান –
পাহাড় পর্বতে ঘেরা
এই সোনার মদিনা
দেখলেই প্রাণ জুড়ায়
তোমরা সবাই মদিনা দেখতে যাইও ।
হে মুসলমান –
ইসলামের ইতিহাসের জ্বলন্ত প্রমাণ
নিদর্শন আজও বিদ্যমান
ঐ জায়গাগুলো দেখতে গেলে
প্রাণ জুড়াবে তোমাদের ।
১৫ই সেপ্টম্বর ২০০৬