নীল আকাশ কালো হয়ে,
মেঘ জমেছে ঐ গগনে ।
লাল সূর্যটা লুকিয়ে আছে,
মেঘের অন্তরালে ।
বইছে বাতাস প্রচন্ড বেগে,
বৃক্ষলতা নড়ছে ঐ ।
ঝাঁকে ঝাঁকে পাখীরা সব,
যাচ্ছে ফিরে আপন নীড়ে ।
বইবে ঝড় জোর বেগে,
গৃহে চল সবার আগে ।
মাঠ ঘাট ভেসে যাবে,
পথগুলি যাবে হেরে,
নদীগুলি ভরে যাবে,
ফিরে পাবে প্রাণ ।