বাংলাদেশি ছাত্রী মোমেনা সোমা (২৫) অস্ট্রেলিয়ার পড়তে গিয়েছিলেন। লা ত্রোবে ইউনিভার্সিটির ভাষাবিজ্ঞানে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সোমা ভিক্টোরিয়ার সুপ্রিম কোর্টে স্বীকার করেছেন, মেলবোর্নে যার বাসায় থাকতেন তাকে হত্যা করার চেষ্টা চালিয়েছেন তিনি।

শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়া যাওয়ার এক সপ্তাহের মাথায় সোমা তার ২৫ সেন্টিমিটার ছুরি বাড়ির মালিক রজার সিনগারাভেলুর ঘাড়ে বসিয়ে দেন। ওই বাসায় উঠার ৪৮ ঘণ্টার মাথায় সোমা এ কাণ্ড ঘটান। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়াতে প্রবেশের পরপরই সোমা হামলা চালানোর সুযোগ খুঁজছিলেন।

গত ফেব্রুয়ারিতে মেলবোর্নের মিল পার্কে এ ঘটনা ঘটে। সোমা বলেছেন, জিহাদের অংশ হিসেবে তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। বেশিরভাগ সময় ফেসবুকের মাধ্যমে ইসলামিক স্টেটের সঙ্গে যোগাযোগ হত সোমার। ওই জঙ্গি গোষ্ঠীই সোমাকে হামলা চালাতে উদ্বুদ্ধ করে।

সোমা আদালতকে বলেছেন, তার মনে হয়েছে তিনি এটা করতে বাধ্য। বোঝা হয়েছিল তার ওপর। সোমা বলেন, ‘হ্যাঁ আমাকে এটা করতেই হত।’

এ ঘটনায় পরবর্তী শুনানি হবে ২৯ জানুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here