এই বিশ্ব সৃষ্টিকর্তা

তুমি সৃষ্টি করেছ,

এই নিখিল ধরাখানি ।

কত বিস্ময় করে রেখেছো,

এ বিশাল পৃথিবীখানি ।

বিশ্ব সৃষ্টির অন্তরালে,

লুকিয়ে আছো তুমি ।

কেহ-ই জানে না –

খুঁজে ফিরে মরি

কোথায় আছ তুমি ?

যদি ওগো পাই দেখা,

ধন্য হবে এ জনম ।

তোমাকে খুঁজতে গিয়ে –

যদিও পাইনা দেখা,

তবুও অনুভব করি তুমি আছো,

সব খানেই অদৃশ্যভাবে বিরাজমান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here