প্রবাস বার্তা ২৪ ডটকম আমেরিকা প্রতিনিধি গোলাম কিবরীয়াঃ গত 8 ই ডিসেম্বর রোববার যুক্তরাষ্ট্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার আয়োজনে লসএঞ্জেলেসের সি এন এন ভবনের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
সকাল থেকে প্রচন্ড বৃষ্টি থাকা সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত কর্মীরা দূর দূরান্ত থেকে এসে যোগ দেন। তাদের একমাত্র দাবি বাংলাদেশ সরকারের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে জেলে আটক করে রেখেছে সরকার।
৭৩ বৎসর বয়সের বেগম খালেদা জিয়ার শারীরিকভাবে অসুস্থ। উন্নত সুচিকিৎসা দিতে সরকারের টালবাহানা একটা অমানবিক অধ্যায় সূচনা করেছে। তাই বাংলাদেশ সরকারের হীনমন্যতার পরিচয় বহন করে।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমান।
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঝড়বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য প্রবাসী বাংলাদেশী, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও দেশী-বিদেশী মিডিয়াকর্মীরা, বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভাণুধ্যায়ীরা রাস্তার পাশে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বদরুল চৌধুরী শিপলু, এম ওয়াহিদ রহমান, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, মোঃ আঃ বাছিত, সামসুজ্জোহা বাবলু, মাহবুবুর রহমান শাহীন, মুর্শেদুল ইসলাম, নিয়াজ মোহাইমেন, সাইফুল আনসারী চপল, মাতাব আহমদ, অপু সাজ্জাদ, আফজাল শিকদার, সালাম দাড়িয়া, শওকত হোসেন আনজিন, সাঈদ আবেদ নিপু, জুনেল আহমেদ, আহসান হাবীব রুমি, মিকায়েল খান রাসেল, শাহাদাত হোসেন শাহীন, জহিরুল কবির হেলাল, মার্শাল হক, নুরুল ইসলাম, এলেন খান, মিজানুর রহমান, আবদুর রহিম, ফারুক হাওলাদার, সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, মোয়াজ্জেম হোসেন রাসেল, বদরুল আলম মাসুদ, দেলোয়ার জাহান চৌধুরী, লায়েক আহমেদ, রফিকুজ্জামান জুয়েল, ইলিয়াছ মিয়া, শাহতাব কবীর ভূঁইয়া শান্ত, শাহীন হক, আলমগীর হোসেন, রনি জামান, এ্যাডঃ নুরুল হক, সজয় আহমেদ মনির, মারুফ খান, লোকমান হোসাইন, কামাল হোসেন তরুন, মোশারফ হোসেন ইমন, রেজাউল হায়দার চৌধুরী বাবু, কামরুল আলম চৌধুরী, খোরশেদ আলম রতন, সামিদুল ইসলাম, সাঈদ খান, রেজাউল করিম জামিল, হাফেজ মোঃ বেলাল, শাহেদ আহমেদ, কহিনুর রহমান, ইফতেখার হোসেন ফাহিম, মিজানুর রহমান জমশেদ, কবির আহমেদ, হোসেন আহমেদ, এমাজউদ্দিন চৌধুরী দুলাল, আবদুল মোতালেব, আব্দুল হাকিম, খসরু রানা, আসাদুজ্জামান মুক্তা, নাজিম খান টিটু, সুমেন আহমেদ, আবদুল মান্নান, ফয়সাল হোসেন সিদ্দিকী, ফয়সাল সালাম, আবদুল মুনিম, আবুল খায়ের, শামসুল আলম, নাহিদুল ইসলাম, আবুল কায়সার, এ্যাডঃ শামসুন খান লাকী, ফরিদা বেগম, নয়ন বড়ুয়া, এ কে এম আসিফ, শহিদুল ইসলাম পলাশ, খায়রুল ইসলাম, সৈয়দ দেলোয়ার হোসেন দিলির, ডাবলু আমিন, খন্দকার আলম, আবুল ইব্রাহিম, মানিক চৌধুরী, মিশর নুন, ফারুক সরকার, গিয়াস উদ্দিন, আবদুল আহাদ, এহসান আহমেদ, আবুল বাশার, দেলোয়ার আহমেদ, রফিকুল ইসলাম রিতি, নজরুল ইসলাম, আবুল হাসনাত চৌধুরী মন্টু, আবদুল হাসিব, রফিকুল ইসলাম চৌধুরী, হাসানুজ্জামান মিজান, মোঃ হাবিব, মাইনুল হক, মশিউর রহমান ও জিয়াউল হক জিয়াসহ অনেকেই।