প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম রংপুর প্রতিনিধি নাসরিন নাজ:: মানবতার কল্যাণ ফাউন্ডেশন ও রংপুর সমাজসেবা বিভাগের সহযোগিতায় গতকাল বুধবার সকালে সংগঠনের রংপুর কার্যালয়ে হার্ট ফুটো শিশুর পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
জানা যায়, রংপুর মহানগরের তাঁতি পাড়ার দুঃস্থ পরিবারের ছোট্ট শিশু কাওসারের হার্ট ফুটো হলে অসহায় বাবা-মা তারা প্রয়োজনীয়  চিকিৎসা দিতে ব্যর্থ হয়,এমনই এক সময় মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ তার পাশে দাঁড়ায়।
মানবতার কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জি এম সৈকত,  বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক ও সাফল্য প্রকাশনীর  প্রকাশক নাসরিন নাজ ও সাধারণ সম্পাদক প্রেস ক্লাব গাইবান্ধার সহ-সভাপতি সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, রংপুর জেলা কমিটির সভাপতি প্রকৌশলী বিশিষ্ট ছড়াকার দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক বিশিষ্ট হেকিম কবি আতাউর রহমান লিটনের আন্তরিক সহযোগীতায় রংপুর সমাজ সেবা অফিসের মাধ্যমে গতকাল বুধবার পঞ্চাশ হাজার টাকার চেক কাওসারের অভিভাবকের হাতে তুলে দেয়া হয়।
চেক প্রদান করেন আয়ুর্বেদ ও ইউনানী চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের রংপুর জেলার উপদেষ্টা  হাকীম রবিউল ইসলাম রবি,  মামবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় সভাপতি সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক কবি নাসরিন নাজ ,জেলা শাখার সাধারণ সম্পাদক হেকিম কবি আতাউর রহমান লিটন।
মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা ও বিভাগীয় শাখার পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য নির্মাতা জি এম সৈকত কে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৫০ হাজার টাকার চেক পেয়ে হার্ট ফুটো শিশু কাউসারের অভিভাবক বলেন,মানবতার কল্যাণ ফাউন্ডেশন যেভাবে মানুষের পাশে দাড়িয়ে কাজ করছে, সত্যি তা সত্যি প্রশংসা পাওয়ার মতো, আবেগ আপ্লুত ভাবে কান্নায় ভেঙে পরেন এবং একাজে সহযোগিতাকারী সকলের জন্য দোয়া করেন।
উল্লেখ্য ইতিমধ্যে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা ও বিভাগীয় শাখা করোনায় কর্মহীন দরিদ্র ও মধ্যবিত্ত প্রায় ৭ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন,সহযোগিতা করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,ও স্থানীয় দানবীর কিছু  মানুষ। এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here