আজ বুধবার বেলা দেড়টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টিটুকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে হাজির করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তিনি জবানবন্দি দিতে রাজি হননি। এরপর তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। টিটু দুই দফা রিমান্ডে কী বলেছেন, এরপর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন কি না, এ বিষয়ে তদন্ত কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।
কনস্টেবল টিটু চন্দ্র দাস ২০ অক্টোবর গ্রেপ্তার হন। এরপর প্রথম দফায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পিবিআই। এই পাঁচ দিনের রিমান্ড শেষে গত রোববার টিটুকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। তখন মামলার তদন্ত কর্মকর্তা দ্বিতীয় দফায় আবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সব মিলিয়ে আট দিনের রিমান্ডে ছিলেন টিটু।