প্রবাস বার্তা২৪.কম ডেস্ক রিপোর্টঃ গত ১৫ই অক্টোবর ২০১৯ সন্ধ্যা সাতটায় লন্ডনের আল-বারাকা রেস্টুরেন্টে এম সি কলেজের সাবেক ছাত্রদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে ১৯৮৩-৮৪ সালে যারা মুরারিচাঁদ কলেজে অধ্যয়নরত ছিলেন এবং যারা বর্তমানে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাস করছেন তাদের মধ্যে কয়েকজন লন্ডনে এই অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান এটা তাদের প্রথম সভা বন্ধুবান্ধবরা দীর্ঘ 37 বছর পর একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করবেন এবং পরবর্তীতে সবাইকে নিয়ে আরো একটি সহপাঠীদের মিলন মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে।
যুক্তরাজ্যের দূর-দূরান্ত থেকে অনেক সহপাঠী এই অনুষ্ঠানে উপস্থিত হন । এদের মধ্যে আব্দুল মালিক খোকন, তারেক চৌধুরী, সুদেন্দ্র কুমার সিনহা, মোঃ হিফজুর রহমান, মুজাহিদুল হক সিদ্দিক, আকবর হোসেন, ফয়জুর রহমান, নেহাল চৌধুরী, মোঃ আবুল কালাম, মোস্তাক হোসেন চৌধুরী সোহেল, মোহাম্মদ নাজিম উদ্দিন, সেবুল চৌধুরী, মোঃ আব্দুর রব খান নেয়র, কাওছার আহমেদ, আলতাফ হোসাইন, অঞ্জন আচার্যি, অলি উদ্দিন স্বপন, খায়রুল ইসলাম, আনোয়ার হোসাইন, নুরুজ্জামান সালিম, সাজ্জাদুর রহমান পাপলু, সালেক উদ্দিন, তাহের আহমেদ, সৈয়দ শোয়েব আলী, নীলমণি সিং, দেলোয়ার আহমেদ, শাজাহান সাজু, হুমায়ুন চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।