প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম বিশেষ প্রতিনিধি মোঃ ফয়জুর রাহমান :: বিলেতে বাংলাদেশী কমিউনিটির কল্যাণে নিবেদিতপ্রাণ, সুপরিচিত ব্যক্তিত্ব, সাংবাদিক-কলামিস্ট এবং টিভি প্রেজেন্টার কে এম আবু তাহের চৌধুরীর সদ্য প্রকাশিত গ্রন্থ ‘গড়ে তুলি সুন্দর পৃথিবী’। এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। সেইসাথে প্রথম গ্রন্থও বটে।
পুরো নাম ‘কালাম মাহমুদ আবু তাহের চৌধুরী’। লেখালেখি শুরু সেই ছাত্রজীবন থেকেই। স্কুল- কলেজে অধ্যয়নকালে দেয়াল পত্রিকা এবং কলেজ বার্ষিকীতে তাঁর লেখা ছাপা হয়েছে। ১৯৭৩ সালে মৌলভীবাজার কলেজ ছাত্র সংসদ নির্বাচনে মুজিববাদী ছাত্রলীগ প্যানেল থেকে তিনি সাহিত্য সম্পাদক নির্বাচিত হন।
কে এম আবু তাহের চৌধুরী লেখালেখির জগতে প্রবেশে সবচেয়ে বেশি উৎসাহ লাভ করেছেন বড় ভাই লেখক সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেট-এর নিকট থেকে। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নকালে তিনি সিলেট বেতারে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
স্বদেশে অবস্থানকালে সিলেটের বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর ছড়া-কবিতা ছাপা হতো। অধুনালুপ্ত সাপ্তাহিক দেশবার্তা’র সাথেও ছিলেন তিনি সম্পৃক্ত। সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্ট আয়োজিত সাহিত্য সভায় নিয়মিত উপস্থিতি ছিল তাঁর।
বিলেতে পাড়ি জমানোর পর লেখালেখির অঙ্গন থেকে দূরে সরে যাননি আবু তাহের চৌধুরী। লন্ডনে অভিবাসী জীবনে জীবন-জীবিকার কঠোর সংগ্রামের পাশাপাশি সমাজকর্ম আর কলমও চলে তাঁর সমান্তরাল গতিতে। সেখানকার বাংলা সাপ্তাহিকে কলাম লিখেন দীর্ঘদিন।
লন্ডন থেকে প্রকাশিত কয়েকটি সাপ্তাহিক কাগজে তিনি দায়িত্ব পালন করেন সম্পাদক, প্রধান সম্পাদক, ডাইরেক্টর, চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা হিসেবে। রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকে’র প্রতিষ্ঠাতাও তিনি। কে এম আবু তাহের চৌধুরী এ সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তীকালে সভাপতির দায়িত্ব পালন করেন।
কালাম মাহমুদ আবু তাহের চৌধুরী বিগত যূগ ৪ যুগ ধরে সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার সাথে সম্পৃক্ত। লেখালেখির অঙ্গনে এ দীর্ঘ পথ পরিক্রমায় তাঁর কোনো গ্রন্থ প্রকাশিত হয় নি। এজন্য সতীর্থ, বন্ধু-স্বজনদের পক্ষ থেকে পরামর্শ, অব্যাহত চাপ ও জোর তাগিদ ছিল লেখাগুলোকে মলাট বন্দি করার। সতীর্থ-স্বজনদের এ হৃদয়জ পরামর্শ আর তাগিদের সার্থক ফসল বলা চলে কে এম আবু তাহের চৌধুরীর সদ্য প্রকাশিত এ গ্রন্থটি।
লেখক-সাংবাদিক আবু তাহের চৌধুরী সমসাময়িক বিষয় নিয়ে ইদানিং ছড়া ও কবিতা লিখছেন নিয়মিত। যা’ বিভিন্ন পত্র-পত্রিকা, সাময়িকী ও সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। তাঁর লেখা ছড়া ও কবিতা গুলোকে মলাটবন্দি করে গ্রন্থাকারে সুহৃদ পাঠকদের হাতে তুলে দেয়ার মহতি লক্ষ্যেই “গড়ে তুলি সুন্দর পৃথিবী’র প্রকাশ।
কে এম আবু তাহের চৌধুরী’র প্রথম কাব্যগ্রন্থে ৫৫ টি ছড়া ও কবিতা স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছেন বাসিয়া প্রকাশনীর কর্ণধার মোহাম্মদ নওয়াব আলী। ২০২০ সালের বইমেলাকে সামনে রেখেই গ্রন্থটি প্রকাশিত হয়েছে।
বিশ্বব্যাপী ছড়িয়ে- ছিটিয়ে থাকা সিলেটিদের ‘গ্লোবাল ক্যাপিট্যাল’, বিভাগীয় নগরী সিলেটে শীঘ্রই আয়োজন করা হবে ” সুন্দর পৃথিবী”র প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান। দেশের বিশিষ্ট কবি-সাহিত্যিকরা অংশগ্রহণ করবেন ব্যতিক্রমী এ প্রকাশনা অনুষ্ঠানে।