লাশের মিছিল সারি সারি
আমরা এখন কি করি ?
মৃত্যুর ভয়ে কম্পমান
থাকি সারাক্ষণ পেরেশান।
টিভিতে নিউজ দেখার পর
কেঁপে ওঠে সারা অন্তর ।
কখন করবে করেনা গ্রাস
মনে আছে সদা এই ত্রাস।
পাপের বোঝা হয়েছে ভারী
এবার মোদের দিবেনা ছাড়ি ।
সৃষ্টি কর্তাকে গিয়েছি ভুলে,
খেসারত দিব সূদে আসলে ।
নিজ গৃহে সব বন্দী আছি ,
বন্ধ হয়েছে সকল নাচানাচি।
যুগে যুগে আল্লাহ পাক
ধ্বংস করেছেন কত নাপাক।
এত সব ঘটনা জানার পর
আল্লাহকে করিনি কখনো ডর।
এখন কি হবে মোদের উপায়
এই ভয়ে দিন রাত্রি চলে যায়।
তাওবা করি প্রভুর কাছে
সময় যে এখনো আছে ।
আল্লাহর এক নাম কাহহার
তেমনি তিনি বড় গাফ্ফার ।
এখন ফিরে আসি তাঁর কাছে
এ দুনিয়ার মায়া সব মিছে ।
করোনাকে করবো না ভয়
রবের সাহায্য আসবে নিশ্চয়।
তিনিই হলেন একমাত্র রব
পানাহ চাই হতে তাঁর গজব।
ভয় পেয়োনা ওরে মুসলমান
শক্ত করো আবার ঈমান ।
দুনিয়ায় ফিরে আসবে শান্তি
দূর হয়ে যাবে সকল অশান্তি ।
মনের মাঝে সবাই রাখো বল
আল্লাহর ভরসা আসল সম্বল।
লণ্ডন ৩১ মার্চ ।