দারুন মজা লাগতো আমরা সবাই একত্রিত বসে গল্প গুজব করতে l ছেলে মেয়ে সবাই মিলে চড়ুইভাতি খেলা করতে l গল্পের বই একজনের শেষ হলে আরেকজনকে ধার দেওয়া l

যখন ক্যাসেটের যুগ ছিল তখন একে অন্যের মাঝে ক্যাসেট বদলা বদলি করা হতো l তবে সবকিছু তে একটা জিনিস মেনে চলা হত ছোট-বড় l বয়সের ব্যবধানে বড়রা বড়দের বই পড়তেন , ছোটরা ছোটদের বই এইরকম l সমাজ জীবনে চলার পথে এরকম হওয়া স্বাভাবিক l

সামাজিক মূল্যবোধের শিক্ষা তার প্রাথমিক পাঠশালা হল নিজের পরিবার l এই পাঠশালার শিক্ষক শিক্ষিকা হলেন মা বাবা l

এক সময় অবিভাবকরা এরকম শিক্ষা দিতেন কারো নাম ধরে না ডাকা l বলতে হতো ভাই ,আপা চিরাচরিত যেভাবে সামাজিক রেওয়াজ মতে বড় হয়েছি l কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেছে l

আজ আগের মত ছোট-বড় সবাই একত্রিত বসে গল্প গুজব করা l রকমারি খেলাধুলা সব যেন কোথায় হারিয়ে গেছে l সবাই যেন নিজেকে নিয়ে ব্যস্ত l বাড়ির বা প্রতিবেশীর সাথে বিকেল বেলা মিলিত হয়ে আড্ডা মারা l

হ্যাঁ আমার চিন্তা ভাবনা হল পুরাতন মডেলের (এনালগ) l কিন্তু আধুনিক যুগে অর্থাৎ ডিজিটাল যুগে সামাজিক মূল্যবোধ যেটা ছিল এক্কেবারে হারিয়ে গেছে l আমরা যে শিক্ষা পেয়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here