প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: গত ২৮ আগস্ট রবিবার মিডল্যানড সাহিত্য পরিষদের আয়োজনে দিনব্যাপি ছড়া, কবিতা ও গান নিয়ে সাহিত্য আড্ডা হয়ে যায় William Shakespeare বাড়ীর আঙিনায়।

সাহিত্য আড্ডায় যোগদিতে লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেসটার থেকে ছুটে আসেন লেখক বন্ধুরা।
আড্ডায় যারা অংশ নেন তারা হলেন: আহমেদ ময়েজ, তাবেদার রসুল বকুল, ফারুক যোশি, লিয়াকত খান, সৈয়দ মাসুম, সৈয়দ নাসির আহমেদ, কফি কামাল, মোহাম্মদ মারুফ, জয়নাল আবেদিন, আব্দুল মুকিত, খোরশেদ নোমান চৌধুরী, মিসবাউর রহমান, শাহ আব্দুল ওয়াদুদ, হারুনুর রশিদ, সোহেল আহমদ চৌধুরী, কায়সার ইসলাম সুমন, মনিরুজজামান কামরুল, বাহার উদ্দিন, বদরুল আলম ও ময়েজ কন্যা ঐশি প্রমুখ।
অনুষ্টান শেষে বামিংহাম এর বিশিষ্ট রাজনৈতিক কর্মি কমরেড মসুদ আহমদ ভাই’র সৌজন্যে মিষ্টিদেশ রেষ্টুরেন্টে পুনরায় সাহিত্য ও রাজনৈতিক আড্ডা চলে।
আয়োজকদের পক্ষ থেকে দুপুরের খাবার ও মসুদ ভাই’র পক্ষ থেকে রাতের খাবার পরিবেশন করা হয়।