প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেটের এম. এ. জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পানি উঠে গেছে। শনিবার (১৮ জুন) দুপুরে হাসপাতালে পানি ঢুকে।
জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ডে পানির স্রোত বইছে। রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে মেডিক্যাল কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ ডা. মঈনুল হক জানান, মেডিক্যাল কলেজের বিভিন্ন হলে পানি ঢুকে পড়ায় আজ শনিবার থেকে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ইতোমধ্যে সিলেট নগর ও জেলার সবকটি উপজেলায় পানি ঢুকে পড়েছে। সিলেটে শহরের উঁচু স্থানও প্লাবিত হচ্ছে। শহরের বিভিন্ন খাল দিয়ে পানি ঢুকছে।