প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত কারা ও রোগমুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর মহানগর বিএনপি।

মঙ্গলবার (৩০ জুলাই) বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি, আশু সুস্থতা ও দ্রুত কারামুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, সাবেক সাংসদ এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ নিখোঁজ সকল নেতাকর্মীদের সন্ধান কামনা এবং ডেঙ্গু মশার প্রাদুর্ভাব থেকে দেশ জাতির মুক্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন,  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, মহানগর সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, জেলা সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, মহানগর সহ-সভাপতি সিটি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ-সভাপতি এ.কে.এম তারেক কালাম, হাজী শাহাব উদ্দিন, জালাল উদ্দিন চেয়ারম্যান, সৈয়দ মোতাহির আলী, মহানগর সহ-সভাপতি আমির হোসেন, মহানগর উপদেষ্ঠা সৈয়দ বাবুল, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহী, হুমায়ুন আহমদ মাসুক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ ও মাহবুব চৌধুরী, জেলা সাংগঠনিক আবুল কাশেম, মহানগর দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, জেলা দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক, বিএনপি নেতা এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট জোবায়ের আহমদ খান, সুরমান আলী, ইউনুস মিয়া, ডা: আশরাফ আলী, আফজাল উদ্দিন, হাবিব আহমদ চৌধুরী শিলু, আল মামুন খান, মুফতী নেহাল উদ্দিন, আরিফ ইকবাল নেহাল, আমিনুর রশীদ খোকন, সুহাদ রব চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), এডভোকেট আহমদ রেজা, হাবিবুর রহমান হাবিব, লোকমান আহমদ, আব্দুল মালেক, দিদার ইবনে তাহের লস্কর, বুরহান উদ্দিন, আব্দুর রহিম মল্লিক, আব্দুল ওয়াহিদ সোহেল, আব্দুল কাহির চৌধুরী, সিরাজুল ইসলাম সিরাজ, খোকন ইসলাম, উজ্জল রঞ্জন চন্দ, শেখ কবির আহমদ, আব্দুল ওয়াহিদ, ইসলাম উদ্দিন মেম্বার, মুফতী রায়হান উদ্দিন মুন্না, চৌধুরী মোহাম্মদ সোহেল, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, ফরিদ আহমদ, হাসান মঈনুদ্দিন আহমদ, দেলোয়ার হোসেন রানা, মিসবাহ উদ্দিন, শফিকুর রহমান টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাবেক ছাত্রদল নেতা লিটন আহমদ, এমদাদুল হক স্বপন, আব্দুল হাসিম জাকারিয়া, ওসমান গণি, ফখরুল ইসলাম রুমেল, মাসুক আহমদ, আব্দুর রউফ, মকসুদুল করিম নোহেল, হাবিবুর রহমান হাবিব, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম, ছাত্রদল নেতা সুহেল ইবনে রাজা, হোসাইন আহমদ, আলী আকবর রাজন, দুলাল রেজা, তানিমুল ইসলাম তানিম, আব্দুল মোতাকাবি¦র সাকি, খোকন আহমদ ও ইউনুস মিয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here