স্বাধীনতার স্বপ্ন নিয়ে
ভাইটা আমার যুদ্ধে গেলো,
লাল সবুজের নিশান নিয়ে
যুদ্ধ শেষে ফিরে এলো।
মা হারালো বাপ হারালো
প্রিয় নতুন বউ হারালো,
টিনের চালের ঘর হারালো।
ভাইটা আমার ফিরে এসে
চোখের জলে বুক ভাসালো,
সভ হারায়ে ভাই আমার
স্বাধীন একটা দেশ পেলো।
অনেক বছর পরে এখন
ভাবছে সে একি হলো!
দুর্নীতি আর দুঃশাসনে
দেশটা কেন ভরে গেল?