স্বাধীনতা শব্দটি সকলেই আওড়াতে পারেন
তবে সকলেই স্বাধীন নন॥
যারা ক্ষমতাবান আর যারা ক্ষমাতাবান নন
সকলেই স্বাধীন নন॥

স্বাধীনতা শব্দটি ভিন্ন সময় ভিন্নভাবে ব্যবহৃত হয়।
ব্যবহৃত হয় নাটকে, বক্তৃতায়, কবিতায় আর উপন্যাসে॥

স্বাধীনতা শুধুই একটি কেতাবী শব্দ
আসলে কেউই স্বাধীন নন॥

১২ই মার্চ ২০২০
মানচেষ্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here