প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে কানাডার অটোয়ায় গত শুক্রবার অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফ্লয়েডকে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা যেভাবে হাঁটু চেপে শ্বাসরোধে মেরে ফেলেন, সেই ঘটনার স্মরণে বিক্ষোভের একপর্যায়ে ট্রুডো নিজেও হাঁটু গেড়ে বসেন।
ব্ল্যাক লাইভস ম্যাটার (কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান) প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ। এর আগের দিন ট্রুডো বিক্ষোভে যোগ দেবেন কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে বিক্ষোভের দিন শুক্রবার দুপুরের পর মুখে কালো কাপড়ের মাস্ক পরে পার্লামেন্ট ভবন যে এলাকায় অবস্থিত, সেই পার্লামেন্ট হিলে আসেন তিনি। এ সময় নিরাপত্তাকর্মীরা তাঁকে ঘিরে ছিলেন। সিএনএনের সহযোগী প্রতিষ্ঠান সিটিভি নিউজ এই তথ্য প্রকাশ করেছে।
বিক্ষোভে যোগ দিলেও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই কর্মসূচিতে কোনো বক্তব্য দেননি। তবে কোনো কোনো বক্তার বক্তব্যদানকালে তাঁকে হাততালি দিতে ও মাথা নাড়তে দেখা যায়। বিশেষ করে একজন বক্তা যখন জোর দিয়ে বলছিলেন, বর্ণবাদের কোনো ভিত্তি নেই, তখন হাততালি দেন ও মাথা নাড়েন ট্রুডো।