করোনার কারণে খেলতে পারছেন না। বিরতির আগে দারুণ ফর্মে থাকা মুশফিকুর রহিম তাই আক্ষেপ করছেন।

এমন ছন্দে থেকেও ম্যাচ খেলতে না পারলে আক্ষেপ কাজ করবেই। মুশফিকও ব্যতিক্রম নন। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দেখে আক্ষেপ যেন আরও বেড়ে যায় মুশফিকের। আজ মিরপুর স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শেষে বলছিলেন, ‘খেলা দেখলে আফসোস লাগে। সারা দিন বাসায় বসে থাকলে পরিবারের সঙ্গে সময় কাটানো আর খেলাটাই দেখা হয়। একটু হলেও খারাপ লাগে। অনেকগুলো ফিফটি বা সেঞ্চুরি হাতছাড়া হয়ে যাচ্ছে।’

অনুশীলনের ফাঁকে ইমরুল কায়েসকে কিছু একটা বলছিলেন মুশফিকুর রহিম। আজ মিরপুরের ইনডোরে। ছবি: বিসিবি

অনুশীলনের ফাঁকে ইমরুল কায়েসকে কিছু একটা বলছিলেন মুশফিকুর রহিম। আজ মিরপুরের ইনডোরে। ছবি: বিসিবি

করোনার কারণে ক্রিকেটের নিয়মে বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন নিয়মে ক্রিকেট কেমন হতে পারে, সেটি দেখতেও টিভি খুলে বসতে হচ্ছে মুশফিককে, ‘চেষ্টা করছি টিভিতে খেলা দেখে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার। সব ঠিক থাকলে সামনে আমাদের কী কী খেলা হবে সেসব নিয়ে একটু মানসিকভাবে প্রস্তুত থাকা। আর কীভাবে নতুন নিয়ম ব্যবহার হচ্ছে, এসব খেলা দেখে শেখার চেষ্টা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here