প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ইতালি প্রতিনিধি মনিরুজ্জামান মনির :: কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মৃত্যুর সংখ্যা ১৫৩৬২ জন। মোট আক্রান্ত হয়েছে ১২৪৬৩২ জন।

৫ এপ্রিল আজ আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে ৬৮১ জন,নতুন করে আক্রান্ত হয়েছে ৪৮০৫ জন। তবে
এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ২০৯৯৬ জন।

চীনের উহান প্রদেশে করোনার জন্ম হলেও এই মরণঘাতী রোগে ইতালিকে লন্ডভন্ড করে দিয়েছে। থমকে গেছে ইতালির জীবনযাত্রা, অর্থনীতি। কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে প্রায় ২ লক্ষ প্রবাসী বাংলাদেশি। সরেজমিন ঘুরে দেখা গেছে ইতালির সবচেয়ে ব্যস্ততম এলাকা হিসাবে পরিচিত রোম ট্রেন-স্টেশন এখন জনশূন্য।

নেই কোন কোলাহল নেই কোন পর্যটকদের আনাগোনা। খ্রিষ্টানদের বিখ্যাত উপসনালয় ভেটিক্যান সিটিতে নেই কোন উপসক। দীর্ঘদিন ধরে বাসায় অবস্থান করতে করতে মানুষগুলো কেমন যেন হাপিয়ে উঠেছে। প্রবাসী বাংলাদেশি আসাদ হোসেন তার গৃহবন্দী থাকার অবিজ্ঞতা বর্ননা করতে গিয়ে বলেন, মন হয় জেলখানায় বসবাস করছি। এভাবে চলতে থাকলে ইতালিতে বসবাসরত প্রবাসীরা আগামী দিনের কথা ভেবে হতাশায় ভুগছেন।
তবে,কেউ কেউ আবার বলছেন আবার আমরা চাকুরী ফিরে পাবো, দিন কাটবে কাজের মধ্যে। আগের মত উপর্জন হবে, রেমিট্যান্স যাবে বাংলাদেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here