ছন্দে মাখা কবিতার পংক্তিমালা
শুরু হয়েছিল জীবন নিয়ে কথা বলা
ভেবেছিলাম মনুষ্যত্ববোধের বড় একটা ছলা
কিন্তু না এই তো দেখি খনির কয়লা।

আঁধারের মধ্যে একটি প্রদীপ জ্বলে উঠেছিল
আমাকে নিয়ে খেলা করার ইচ্ছা ছিল
অতীতে অনেকের সাথে এরকম করেছিল
বারান্দায় রাখা গাছগুলো এসব দেখে হাসছিল।

আত্মার গভীরে দুইজনে প্রবেশ করেছিলাম
অনেক স্বপ্নের চিত্রাংকন করেছিলাম
কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম
এরকম হবে কখনো ও ভেবেছিলাম!

এখন যেমন আমি এখানে একা শুয়ে আছি
আমি বুঝতে পারি তোর কাছে হেরে গেছি
হেরে গেলেও আমি সুন্দরভাবে বেঁচে আছি
আর কতজনের সাথে খেলবি খেলা ভাবছি।

কিবরিয়া
লস অ্যাঞ্জেলেস
১১ই জুন ২০২০ সাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here