যেখানে সূর্য অস্ত গেল কিনা
ভ্রুক্ষেপ নেই চলছিল সব অবিরাম
কি সকাল রাত দুপুর সমান
একইতালে সব

সুন্দর সবে সুন সান নিরবতা
নেই উদ্ভ্রান্তের ছুটোছুটি
প্রাণগুলো নির্জীব
হঠাৎ সব কোলাহল স্থবির

অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছিলো ঘোষণা দিয়ে!
অসীমকে সসীমে নিয়ে আসতে চায় আপন বৃত্তে!

সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে করেছে তেলেসমাতি
দায় বর্তিয়েছে বরাবর নিরীহের উপর।
তুমি বলেছো ‘সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করো না’
ঠেকে জানলাম ‘সব নশ্বর তোমার হাতে।
তুমিই তো সব!’

এ মিনতি মা’বুদ ক্ষমা করো, আমরা সব এ ধরার সন্তান
সে আমি সবাই অচল
তোমার সৃষ্টিতে পাই তোমায়,তোমার সব।
ক্ষমা করো প্রভু সবারে।

২৯-০৩-২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here